আমি শ্রমিক।রিক্সা টানি। ইট টানি।
সরিষার ঘানি টানি। দুঃখ টানি।
বড়লোকের হুকুম মানি।জীবন টানি।
তবুও তারা হাঁকিয়ে গাড়ি,বাঁকিয়ে মুখ
নিচ্ছে কেড়ে সকল সুখ।
গাড়ি-বাড়ি অনেক কিছু,মহা কারবার
ওসব কিছু চাই না, শুধু ন্যায্য পাওনাটুকু দিয়ে -
ভালোভাবে দাও মোরে বাঁচিবার অধিকার।
গামছা বাঁধা পেটে, হাতুড়ি-কোদাল হাতে
হাড়ভাঙ্গা রাতদিন পরিশ্রমে
অভাবী শরীরটা হয়ে আসে কাবু। অথচ-
সস্তা ঘামের শহরে, শীতাতপে বসে
স্ট্র দিয়ে রক্ত চুষে বড়কর্তা বাবু।