জন্ম গুলো সত্য ও সুন্দরের।তবুও পাছে
বেঁচে থাকাটা শেষ অবধি থাকে না বেঁচে।
জীবনের ওপারে মৃত্যুর বসবাস
এপারে নিশ্চয় জীবন নয়,
কত শত মহাপাপ,সহস্র মহামারি
মৃত্যুর জরায়ুতে জীবনের জন্ম,তবুও নেই মৃত্যুর ভয়।
পুরনো হৃৎপিন্ডের শব্দগুলো বাড়িয়ে চলেছে দূষণ
ক্ষরিত হয় কিছু অক্সিজেন অণু, অযথাই -
ব্যয়িত জীবন দুর্বোধ্য গণিত কষে
মনুষ্যত্বগুলো বিকিয়ে এখন পাপ জমাই।
মাটির শিকড়ের টানে কলঙ্কের কঙ্কাল
মৃত শরীরে বাঁধে পোকার বসবাস,
জটিল ব্যাকটেরিয়ার সংক্রামক পৃথিবীতে
বেঁচে থাকাটাই অনেক বড় সর্বনাশ।
জীবনচক্রের ব্যস্ত যাপনে কখনো কি ভেবেছি
বেঁচে থাকার মহাযজ্ঞে কতটুকু বাঁচি?