তবুও আসুক ভীষণ জ্বর..
কনক্রিট ক্ষয়ে যাক সিজদার পর..
যতটা তাপে শরীর কাঁপে
পুড়ে যাবে পাপ
যতটা নত হলে শুকাবে ক্ষত
কেটে যাবে অভিশাপ।
যতটা বোধে ঋণ রবে শোধে
মিলে যাবে মুক্তি
যতটা শর্তে মানবিক মর্তে
খেটে যাবে যুক্তি।
যতটা নূরে দেখা যাবে দূরে
ঘুচে যাবে কালো
যতটা পথে পাড়ি দিলে রথে
এসে যাবে ভালো।
যতটা প্রার্থনায় মনের বাসনায়
কমে যাবে ক্রোধ
যতটা ক্ষোভ জমা ঢের বেশি ক্ষমা
নিভে যাবে প্রতিশোধ।
যতটা খেলায় ভেসেছি ভেলায়
রয়ে যাবে অনুতাপ
যতটা বিত্তে গলে যাওয়া চিত্তে
হয়ে যাবে মাফ।
যতটা তওবায় খোদা দাও সায়
গেয়ে যাবে তুষ্টি
যতটা নামাজে বাকিটা কাজে
দিয়ে যাবে সন্তুষ্টি।
যতটা নাত তুলেছি দুই হাত
বয়ে যাবে নির্মল বায়ু
যতটা বাঁচায় ততটা আশায়
সয়ে যাবে ক্ষীণকায় আয়ু।
যতটা সমর্পণ এই দেহ-মন
বেড়ে যাবে ভক্তি
হে প্রভু-ক্ষমা করো কভু-
পাপ নয়,পুণ্য করবার দাও শক্তি।