হে নবীনের দল,মাথা উঁচু করিয়া চল
             করিবেনা  ভয়
            সব করিবে জয়।
হে নবীনের দল,নির্ভয়ে চল
            বুকে রাখিয়া বল
            করিবেনা ছল।
হে নবীনের দল,অনায়াসে চল
           সহিবেনা ব্যাথা
           মানিবেনা বাধা।
হে নবীনের দল,বুক ফুঁলিয়া চল
          মনে রাখিয়া সাহস
          মানিবেনা বশ।
হে নবীনের দল,গৌরবে চল
         হবে না কখনো পথ ভ্রষ্ট
         করিবেনা জীবনকে নষ্ট।
হে নবীনের দল,মুক্ত মনে চল
         করিবেনা লাজ
         করিবে সব কাজ।
হে নবীনের দল,আদর্শবান হয়ে চল
         ন্যায়ের পথে দেবে জীবন
         পরের জন্য দেবে প্রাণ মন।
হে নবীনের দল,সেবার ব্রত নিয়ে চল
         মানুষকে করিবেনা ঘৃণা
         আঘাত করিবেনা অপরাধ বিনা।
হে নবীনের দল,সংগ্রামী হয়ে চল
         অন্যায়ের কাছে মাথা করিবেনা নত
          মহাপ্রলয়, ধ্বংস, মৃত্যু আসুক যত।
হে নবীনের দল,আলোর পথে চল
          অসহায় দরিদ্রদের করিবে সেবা
          শত্রু,বন্ধু হয় হোক কেবা।
হে নবীনের দল, কাণ্ডারী হয়ে চল
          বিপদের দিনে দাঁড়াবে জাতির পাশে
          জাতির সেবায় বিপন্ন জীবন,
          স্বরণীয় ইতিহাসে।
হে নবীনের দল,সত্য পথে চল
          চলিবে সৎপথে,বলিবেনা মিথ্যাচরণ
          যদি আসে মৃত্যু,আসুক-
          হাসি মুখে করিবে বরণ।
হে নবীনের দল,দুর্গম পথে চল
          যে পথে বিভীষিকাময় রাত্রি করে অনশন
          সে পথেই হবে যাত্রা,শুভ আগমন।
হে নবীনের দল, প্রতিজ্ঞা করে চল
          দুষ্কর পথে থাকবে বলীয়ান
          তোমরাই রেখে যাবে জীবনের মান।

২০/০৫/২০০৫
কালীগঞ্জ