সুনীল দা -
সবাই এক রকম নয়
কেউ কেউ কথা রাখে।
বিয়ের প্রথম রাতেই বরুণা বলেছিল...
প্রয়োজনের অতিরিক্ত ভালবাসা মানুষের প্রাপ্য নয়!
দেখো-একদিন ঠিকই ছেড়ে চলে যাবো।
তেত্রিশ বছর পর
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে
বরুণা কথা রেখেছিল
এখন তার কবর থেকে আতরের গন্ধ আসে।
জানো বরুণা ১০৮ টা নীল পদ্ম খুঁজতে এখন আর
বিশ্বসংসার তন্ন তন্ন করতে হয় না
তিন প্রহরের বিলে এখন নাকি ১০৮ কোটি
নীল পদ্ম ফোটে
নাদের অালী বলেছিল।
দাদা-
তেত্রিশ হাজার বছর কাটলেও
কেউ কেউ কথা রাখে।