আমি নই পাপী
আমি পাপ,
উপরে ঊষার আলো
তলানিতে তাপ।
সবকিছু পালায়
না পাওয়ার ভিড়ে,
দিন শেষে তবুও জীবন
নষ্ট নীড়ে ফিরে।
অবচেতন মনে
চেতনার ফাঁদ,
মরনের মাঝে আছে
জন্মের স্বাদ।
ভাগ্য ভোগ্য তবে
যদি দেহ-মনে সয়,
চার আঙ্গুল কপালে
এতকিছু ক্যামনে রয়।
বেঁচে নাই ওরে
টিকে আছি বেশ,
মুখভর্তি সাদা দাঁড়ি
মগজে কালো কেশ।
চোখের জল শুকায়
নাকের জল বাড়ে,
আমি বলি আমায় গাধা
তুমি বল কারে?