.................. দিন গেল কত গুলো    
                  ভুলি-ভালি কত ভুলো।
বাঁচিয়া রয়েছি মিছে,              পড়িয়া অতি নিচে,
                 সমাজের চোখে দিয়ে ধুলো।
পড়িয়া রয়েছি  না পড়িয়া,      ধরিয়া রয়েছি না ধরিয়া,
              না'পড়িয়া পরপারে,ধরিয়াছি শূলো।
দিন গেল কত তত,              গুণিয়া কত শত,
             না'গুণিয়া অগণিত, কত শত হলো।
দেখিতেছি অামি যাহা,          বলিতেছি আমি তাহা,
          দিনে দিনে অনুদিন,দ্বীনের দরদ কমলো।
নিজ জনে অতি নীচ,           পরজনে শত নীচ,
        ভাবিয়া ভাবিতেছি,সর্বজনে নয় ভালো।
যতই যাইবে দিন,             ততই ফুঁড়াবে দিন,
         না'মরিয়া চিরকাল বাঁচিবে কি বলো?
হও যত বড় বীর,             কও কথা যত ধীর,
      মরিতে হইবে,মরিয়া যাইবে কালো আর ধলো।
আসিয়াছ ভবে একা,        পরজগতে যাইবে একা,
       একাকিত্বে-একাকী একা ভালো হয়ে চলো।
চলিয়া যাইবে এই দিন,      মরিয়া যাইবে তুমি হীন,
           স্বরণীয়,বরণীয় ভবিষ্যৎ দিনগুলো ।

২৮/০৬/২০০৬
- কালীগঞ্জ