ধানমন্ডি বত্রিশ নম্বর,সাতাশ নম্বর গাড়ি
সপ্তাহান্তে ভীড় ঠেলে লেকের পাড়ে
লোকাল বাসের ঝুলন্ত শরীর জুড়াই।
আচমকাই তোমাকে ভাবে মৃত ইন্দ্রিয়
থার্মোমিটার অযথাই মাপে এমন জ্বর।
নেসলের কাপে গলে বায়বীয় ক্যাফেইন
পোড়া কালো ঠোঁটের ফাঁকে নিকোটিন ফুরাই।
নিয়ন আলোয় ভবঘুরে হিমুর ছোটাছুটি বাড়ে
ভীষণ ফ্যাকাসে হয় রুপাহীন হলুদ প্রেম,
তবুও ভালবাসার সস্তা শহরে,নষ্ট প্রেম কুড়াই।
ক্যাফেটিনের পারফেক্ট কম্বিনেশনে
স্পর্শ খুঁজে পায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।
বুকের বামপাশে তাজমহল গজায়
ভালবাসার প্রতি ভালবাসা বাড়ে।
অবতল লেন্সের বক্র হ্যালুসিনেশনে নেশা বাড়ে
নিকোটিনের ধোঁয়ায় দূষিত আমাদের খাঁটি প্রেম।
ফুরিয়ে আসে রুপার অপেক্ষার সহস্র দিন
ইচ্ছে করেই হলুদ বিসর্জন দেয় হিমু।
একদিন দারুণ অভিমানে
জীবন থেকে বের হয়ে আসি।
অতঃপর-
বুকের বামপাশে জন্ম নেয় প্রকাণ্ড অশ্বথ বৃক্ষ।
তোমাকে ছায়া দেবে বলে!


#উৎসর্গ : প্রিয় হিমু-য়ূন আহমেদ স্যার।
                তোমার আজকে ১৯ জুলাই...
                থাকুক শ্রদ্ধা-ভালবাসা এগুলাই...
প্রিয় হিমু...তোমার বুকের বামপাশে জন্মানো অশ্বথ বৃক্ষের গোড়ায় এখনো প্রতিদিন জল ঢালি। অশ্বথ বাড়ুক।প্রসারিত করুক ডালপালা।রোদগুলো ফুরিয়ে যাক।ছায়াগুলো কাছে আসুক।হিমু...এই শহরের রুপারা বড়ই ক্লান্ত।