মগবাজার ফুটপাত
ছেঁড়া কাঁথার সংসার-সহবাস।
সিটি কর্পোরেশনের ভাগাড়ে অনুপাতের অংক কষে
কাক,কুকুর,মশা-মাছি কিংবা পথশিশু
কুকুরের মুখ থেকে কেড়ে নেওয়া খাবার
মৌলিক অধিকারের প্রধান খাদ্য-অখাদ্য।
আতুর ঘরে চিৎকার করে পুষ্টিহীন নারী
স্তন চুষে খায় পুঁজিবাদী সমাজ
শালদুধ থেকে বঞ্চিত সদ্যজাত শিশু।
জীবনের গহীন অন্ধকারে
নিয়ন শহরের তীব্র রশ্মি ভোতা হয়ে আসে। অথচ-
মানুষগুলো ল্যাম্পপোস্টের নিচেই ঘুমায়
তবুও এদের আলোর অভাব!