প্রাইভেট কোম্পানির চাপে ড্যামেজ হয়ে আসে
প্যানক্রিয়াটিক বিটা সেল
ডাকপিয়ন নিয়োগের বদলে
মহাকাশে স্যাটেলাইট 'বঙ্গবন্ধু'।
জনসংখ্যার খোরাক হিসেবে
ডেভেলপার আবাদ করে ফ্লাট-বিল্ডিং।
দূষিত শহরে ইনহেলারের ব্যবসা জমায়
ঔষধ কোম্পানি।
ট্রানজিস্টার,মাইক্রোপ্রসেসর,পারমাণবিক অস্ত্র
মিসাইল আর-৩৬ এবং অবিভাজ্য বোমা
আজও কাঁদে নাগাসাকি, হিরোশিমা।
প্রযুক্তির এইসব আপডেট সংস্করণে
বাংলায় লেখা ইংরেজির দুর্বোধ্য উচ্চারণে
উজাড় করে দিচ্ছি মানবিক আয়ু
কার্বনের রংয়ে কালো হয় সবুজ
শ্বাসকষ্টে ভোগে শ্বাসমূল
অতঃপর সংকুচিত হয়ে আসে
ফুসফুসের অক্সিজিনেট বায়ু ।
গুলির খোসা হয় খেলনা চকলেট
গ্রেনেডের খোলসে গোলাপের চাষ
সাগর পাড়ে আইলানের মুখ লুকানো নিথর দেহ
বিশ্ব মানবতার চরম পরিহাস।
কার্বন-ডাই-অক্সাইড,সিএফসি,কংকাল, রক্ত,
রামপাল,সিরিয়া,তনু,রিশা, আইএস, রাজনীতি,
ভূমিকম্প,মহাসড়ক কিংবা গুম-
এত কিছুর ভিড়ে
না মরার কারনে এখনো বেঁচে আছি
তবুও সব সময় তাড়া করে
অকাল মৃত্যুর ভয়
মনেরেখ, হে দূষিত ধরিত্রী
ফের যদি জন্মাই
তবে মানুষ হিসেবে নয় ।
০১/০৯/২০১৬
- ঢাকা