বদলে গেছি আমি ভীষণ
এই শহরের মত
রয়েই গেল তবুও ব্যাথা
আপোসহীন ক্ষত।
পোড়ামনের রক্ত ক্ষরণ
চৈত্র রাতের ঝড়
মাথায় আমার দারুণ ব্যাথা
অভিমানের জ্বর।
হয়তো তুমি ভুলেই গেছো
সব পুরনো ক্ষণ
আমার কেবল তোমার ভেতর
উজান-ভাটির মন।
হৃদয় ভাঙ্গার শর্ত পূরণ
তুমি এখন ভালো
আমি তখন পাইনা খুঁজে
খুব দুপুরের আলো।
একলা আছি আমিও ভালো
দুঃখ গুলোও বেশ
তোমার ব্যাথায় পাইনা ব্যাথা
অনুরাগের রেশ।
ভাঙা ল্যাম্প পড়ে আছে
তুমি শূন্য ফ্রেম
দেয়াল থেকে খসে পড়ে
জরাজীর্ণ প্রেম।