ঘুণপোকা সারারাত মগজ কাটে
শুধুই কি মগজ কাটে?
কলিজা কাটে,মন কাটে,বিশ্বাস কাটে,
বিবেক কাটে,সংসার কাটে, সমাজ কাটে,
রাষ্ট্র কাটে,মধ্যবিত্তের স্বপ্ন কাটে,
কাটে আরও অনেক কিছুই।
ঘুণপোকার কি দোষ?
তার তো ধ্বংসের জীবিকা
বরং তাকে ঢুকতে দেয়াটাই দোষের।
তবে ইচ্ছে করেই আমি ঢুকতে দিয়েছি তাকে
কারন থ্যালামাসে জমে আছে
পুরনো আঘাতের কালশিটে কিছু দাগ।
রেসিসট্যান্স হয়ে গেছে মেডিসিন মলিকুল
স্লিপিং পিলের সি-ম্যাক্স,টি-ম্যাক্স,
বায়োঅ্যাভেইলঅ্যাবিলিটি শেষ হয়ে আসে
কেবল শেষ হতে চায় না,
একটি নিদ্রাহীন রাত।
সাইক্রিয়াটিস্টের পরামর্শে এখন নিষেবণ করি
ভিটামিন বি-কমপ্লেক্স এন্ড জিংক কম্বিনেশন
স্ট্রেস রিলিভার কিংবা বিকোজিন।
০৫/০৮/২০১৬
ঢাকা ।