প্রিয় জীবনানন্দ দাশ,
মানুষগুলো দেখতে এখনও ঠিক মানুষের মতই আছে
ট্রামের নিচে ফেলে আসা জীবন দাসত্ব করে দারিদ্র্যের
হতভাগ্য শংখচিল-শালিখেরা খাঁচাবন্দী অনেক আগেই
পোকায় খেয়েছে হতাশাগ্রস্থ চাষীর কার্তিকের নবান্ন
দূষিত জলে নেতিয়ে পড়েছে কলমি লতার ফুল
বুনো হাঁসগুলো সব দলেদলে আসে ভোজনালয়ে
কিশোরের সাদা ছেঁড়া পালে বয়ে চলে রূপসার জল
প্রতিনিয়ত অলক্ষ্মীর সংবাদ নিয়ে আসে লক্ষ্মীপেঁচা
উজানের ঈর্ষার চোখে পুড়ে গেছে নদী মাঠ ক্ষেত
খোকাকে ঘুমিয়ে বুলবুলিতে ধান খেয়েছে খৈয়ের
ধবল বক গুলো কালো হয়ে আসে
কাক গুলো হয়ে যায় ধবধবে সাদা
অমানুষ গুলোও দেখতে হয়েছে মানুষের মতই।
হে জীবনের শুদ্ধতম কবি-
আবার এসো ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়
তোমারে পাই না ইহাদের ভীড়ে।