ইস্টিশন
প্লাটফর্ম চার
ব্যঞ্জনবর্ণের অস্পষ্ট অক্ষরে লেখা
বগি নম্বর জ কিংবা ঝ
ভালবাসায় ফেরা বাড়ির শোক
আন্তঃনগর দ্রুতযানের দীর্ঘতম ইতিহাস
পেরিয়ে আসার ক্রমাগত শব্দে
সময়,গতি ও জীবনের পাল্লা চলে
কে-কাকে রেখে ফেলে যেতে পারে দ্রুত-
যার যার গন্তব্যে।

স্ট্যান্ডিং টিকেট
রাত বাড়ছে..
চায়ের শরবত
নির্ঘুম রাত
অাধ-খাওয়া শরীর
মোশন সিকনেস
সিগন্যাল ডাউন
মেক্লিজিন হাইড্রোক্লোরাইড
ড্রিংকিং ওয়াটার
জংধরা জংশনে
নিম্নাঙ্গে নিম্নচাপ

বিষাদের হুইসেল  
গন্তব্য কাছাকাছি
যাত্রী, মালামাল,হুড়োহুড়ি
সময় ও গতি ফুঁড়িয়ে আসে দুটোই
পরিত্যক্ত ইস্টিশনে দাঁড়িয়ে আকাশ দেখি
জীবনপুর আর কতদূরে..
প্রভু-আমার কোনও গন্তব্য নেই
তবুও পা বাড়াই
জীবনপুরের উদ্দেশ্যে
হয়তো সামনে অপেক্ষা করছে
অন্য কোনও এক ইস্টিশনে
কোনও এক আন্তঃনগর ট্রেন..

মূলতঃ সব মানুষের মধ্যে একটা ইস্টিশন থাকে।
ফলতঃ ট্রেন - আত্মহত্যার একটি সহজ উপায়।