ফুলকে আমরা ভুল করে দিয়েছি যে ফেলে,
অকালে তারা যাচ্ছে ভব সংসার ছেড়ে চলে।
এ দেশে শিশুদের সুরক্ষায় নেই কোন সু-ব্যবস্থা,
কর্মক্ষেত্রে তারাই যেন মালিকের শেষ আস্থা।
শিশু শ্রমের সবচেয়ে বড় কারণ দারিদ্র্যতা,
এই সমাজের মানুষদের নেই কোন মানবতা।
সর্বস্তরে তারা করছে যে আজ নানান কাজ,
শ্রমজীবী শিশুদের নেই কোন যে লাজ।
শিশুদের স্বপ্ন যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে,
তাদের সবাইকে রাখবো মোরা বুকে যে ধরে।
শিশুদের হাতে কোনো বস্তা বা হাতুড়ি নয়,
পড়াশোনা করে তারা একদিন করবে বিশ্ব জয়।
দুই হাজার দুই সালে একটি আইন পাস হয়,
শিশুদের দিয়েও কাজ করানো অপরাধ কয়।
সামাজিক ন্যায়বিচারও শিশু শ্রমের অবসান,
তাহলেই সমাজে পাবে তারা অনেক সম্মান।
শিশুরাই তো আগামী দিনে জাতির কর্ণধার,
আমরা কেন তাদের সাথে করি অবিচার।
সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি,
চলো আমরা সবে শিশু শ্রম বন্ধ করি।