বউ হলো তোমাদের ঘরের একমাত্র লক্ষ্মী,
আমরাই তো তোমাদের জীবন সঙ্গিনী।
ঘরে আছে স্ত্রী,বাহিরে আছে প্রেমিকা
পরকিয়া নিয়ে ব্যস্ত আছে আমার স্বামীটা।
মাতাল হয়ে ঘুরে ফিরে,প্রেমিকা নিয়ে কাটায় রাত,
বাড়ি ফিরে বউয়ের উপর তুলে শুধু হাত।
বউয়ের গায়ে হাত তুলা কাপুরুষের কাজ,
বাহিরে মহা পুরুষ,ঘরে এসে নেই না খোঁজ।
স্বামীর কারণে এই সমাজে কত বউ হয় ধর্ষিতা,
মানুষ নামের,নর পশুরদের নেই কোন মানবতা।
নেশার টাকার জন্য বউকে দেয় পতিতালয়ে,
বউয়েরা এই জ্বালায় জ্বলবে কি ভাই অনলে?
তোমরাও জেগে ওঠো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে,
তারা অবশ্যই একদিন নিজেকে পাল্টাবে।
তোমরা কেন মান না নারীরা মায়ের জাত?
আমাদের পদতলে হবে তোমাদের জান্নাত।