জাগোরে মুসলিম,জাগোরে তরুণ সমাজ
জাগো বিশ্বের মানব ধরো ইসলামের হাল
তোমরাই বেঁচে রবে সবার হৃদয়ে চিরকাল।

যদি তোমাদের মনে না থাকে কোন সংশয়,
মুসলিম জাতিকে কেউ করতে পারবে না ধ্বংস
আমরা হলাম শেষ নবীর উম্মতের বংশ।

মুসলিমদের উপর করছে অন্যায় অত্যাচার,
তারা কি পাবে না কখনো ন্যায় বিচার?
আল্লাহুর কাছে বলে যায় যত আছে আবদার।

এসো হে মুসলিম ভাই শান্তির পথে ,
কুরআনের কথা বলবো তোমাদের সাথে
হে মানব,চলো তোমরা সবাই আলোর পথে।

মুখে মুখে পবিত্র আল কুরআনের বাণী,
এক হাতে কুরআন আর এক হাতে তরবারি,
শক্ত হস্তে কোমল কন্ঠে জেগে ওঠো হে নারী।

নারায়ে তাকবীর ধ্বনিতে কাঁপবে নাস্তিক,বেদুঈন
আল্লাহু আকবার ধ্বনিতে আসবে বিজয়ের দিন
হবে না আমাদের কোন পরাজয়,থাকব না পরাধীন।

আমরা মুসলিম আল্লাহ ছাড়া করি না কাউকে ভয়,
কাফের,মুশরিক,ইহুদিরা করতে পারবে না কোন ক্ষয়
ঈমানী শক্তি দিয়ে আমরা করবই একদিন বিশ্ব জয়।