অপেক্ষার বাঁধ মানে না প্রহর,
তোমাকেই খুঁজি সারা শহর।
সারা দিন ঘুরি ফিরি পড়ে না মনে,
নিশিতে তোমায় ভাবি সারাক্ষণে।
চোখের নিদ্রা আমার নিয়েছ কেড়ে,
অপেক্ষার প্রহর যেন যায় না ফুরিয়ে।
কত রাত কেটে গেল,কেটে গেল কত বছর
যুগ থেকে যুগান্তর অপেক্ষার গুনি প্রহর।
তোমার ঐ মায়াবী মুখ ভরা হাসি,
কি ভাবে বুঝাবো কত ভালোবাসি।
তোমার ঐ দেহের পাষাণ হৃদয়,
আমার জীবনটা কে করেছ যে ক্ষয়।
তুমি কি আমার অপেক্ষায় দিবে না সাড়া?
তোমার কথা ভাবলেই হয় পাগল পারা।
অপেক্ষার প্রহর বড়ই যন্ত্রনাময়,
নিদ্রাহীন চোখে কাটে না সময়।