১৬ই ডিসেম্বর সকল মানব জাতির অহংকার,
এ বিজয় রাখবো অটল,এই যেন হয় অঙ্গীকার।
সাহসী বাংলার মানুষ হয়েছিল একত্রিত,
ন্যায্য অধিকার আদায়ের জন্য হয়েছিল ব্রত।
পাক বাহিনীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল রুখে,
জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল পাষাণ বুকে।
ত্রিশ লক্ষ শহীদের বুকের রক্ত দিয়েছিল বিসর্জন,
অবশেষে পাকিস্তানি বাহিনী করলো আত্মসমর্পণ।
১৬ই ডিসেম্বরে সূর্য উদিত হয় লাল সবুজের বুকে,
বিজয়ের ইতিকথা আছে সকলের মনে আজও গেঁথে।
বিজয় দিবস তুমি আমাদের করেছ যে মহান,
বাঙালি জাতিকে দিয়েছ এক বীরের সম্মান।
বিজয় দিবসের আনন্দে মুখরিত হয় চারিদিকে,
বিজয়ের ফলে বাংলার মানুষ আছে আজ সুখে।
বিজয় দিবস ভুলিনি তোমায়,ভুলবো না কোনদিন,
তুমি তো ছিনিয়ে এনেছিলে স্বাধীন বাংলার কেতন।
বিজয় দিবস হল স্মৃতিসৌধের শতশত ফুলের মেলা,
আমরা সবাই মিলে পড়ে ছিলাম বিজয়ের মালা।
সকল শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয়,
সবাই মিলে গড়বো দেশ,মানবো না কোনো পরাজয়।