জন্ম আমার এই দেশে ভাই,নাম যে বাংলাদেশ
বেকার হয়ে অপরাধী দরিদ্রতা বেশ।
বেকার থাকিলে স্বার্থ ছাড়া দেয় না কেউ কর্ম,
স্বার্থবাদীদের আছে কি,বিবেক দয়া ধর্ম?
বেকার জীবনে অকারণে সময় করিও না নষ্ট,
অবশেষে তুমিই পাবে এক দিন বেশী কষ্ট।
দেশে আছে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার,
শিক্ষিত হয়েও তারা রয়েছে এ সমাজে বেকার।
শিক্ষা আমার অনেক বেশী বই ছিল ভাই নকল,
অন্যের শিখা বাণী মোরা শিখে ছিলাম সকল।
নবীন করে কে করিবে ভালোবাসার খেলা,
বেকার থাকার এই কারণ মনে বড় জ্বালা।
বেকার আমি চাকরি খুঁজি কষ্ট ভরা মনে,
বাড়ি ফিরে তাকিয়ে থাকি বাবা মার পানে।
অর্থ আমার প্রয়োজন খুঁজি অনেক কাজ,
অবশেষে হারিয়ে ফেলি ভিতরে থাকা লাজ।
কষ্ট ভরা মনে চলে যাবো বড় লোকের ঘরে,
সেখানেও কাজ ছিল না বেকার ছিলাম পরে।
মোর কবিতায় ফুটে উঠা বেকারত্ব জীবন,
খারাপ মনে ভালো লাগা বেকার কবির মন।
চাকরি চাকরি করে জীবনের হয়েছে অবসান,
ভুলে ভুলে জীবনটা শেষ,তবু কেন পিছুটান?
সোনার বাংলার বেকারত্ব একদিন হবেই অবসান,
তারাই বয়ে নিয়ে আসবে একদিন দেশের সুনাম।