যানজটের কারনে আর্থিক ক্ষতি সবচেয়ে বেশি হয়,
তাই দেখে আজ মানব সমাজ পায় অনেক ভয়।
মা-বাবাকে নিয়ে আত্মীয়-স্বজন যায় হাসপাতালে,
যানজটের কারণে কত মা বাবার প্রাণ যায় অকালে।

মানসিক চাপের শহর গুলোর মধ্যে অন‍্যতম ঢাকা,
যানজটের কারণে শত ভোগান্তি ঘুরছে না গাড়ির চাকা।
এই কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে,
সংগ্রামী এই জীবন যুদ্ধে মানুষ শুধুই হারছে।

ডিজেল,পেট্রোল,অকটেনের বেড়েছে দ্বিগুণ দাম
তেল কিনতে গিয়ে শুধুই ঝরে শ্রমিকদের ঘাম।
তেল কিনার জন্য ধরতে হয় লম্বা লম্বা সারি,
যানজটের কারণে যেতে পারেনা তাড়াতাড়ি বাড়ি।

জাতি গঠনে যানজট রোধে সবাইকে করতে হবে কাজ,
চুপটি করে থাকলে বসে মাথায় পড়বে বাজ।
আর নয় প্রাইভেট কার,নয় কোন বিলাস বহুল গাড়ি,
চলো আমরা যানজট নিরসনে মন দিয়ে কাজ করি।