বাবা মার টাকায় বিদেশে যাও,
বৌ এর নামে ব‍্যাংক টাকা পাঠাও।
দেশে এসে তুমি দেখতে পাও,
সুন্দরী বৌ বাইছে অন্যের নাও।

এই নিয়ে তুমি যদি কোন কথা কও,
নিশ্চিত নারী নির্যাতনের মামলা খাও।
রাগে কষ্টে যদি তুমি মরতে যাও,
জীবনটা যাবে তোমার ফাও ফাও।

স্বপ্ন ভরা জীবনে দু:খ যখন আসে,
সুখের সাথীটাও থাকে না আর পাশে ।
কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা,
সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।

সৎ পথে করিও ভ্রমণ,যদি হয় দেরী
অসৎ নারীকে করিও না বিয়ে,যদিও হয় পরী।
সকল পুরুষের জান্নাত তোমার পদতলে,
স্বামীর কথা না মানলে,সব যাবে বিফলে।

নারী তোমরা চলো ইসলামের বিধান মতে,
আল্লাহ থাকবে সদায় তোমাদের সাথে।
বাবা মার করলে সেবা জীবন হবে ধন্য,
এই জীবনে থাকবে না কোন সুখের অন্ত।