মাটির দেহ খাবে ভাই শুধুই যে মাটি,
কেন আমরা অসৎ ও অন্যায়ের পথে হাটি?
রঙ্গ নিলায় আছি যে আমরা মেতে,
এই দুনিয়া ছেড়ে হবে এক দিন যেতে।
মাটির দেহ গলে পচে হবে একদিন শেষ,
সাদা কাফনে মোড়ালে লাগবে আমায় বেশ?
আছে কত তোমাদের বিলাস বহুল গাড়ি,
সাড়ে তিন হাত মাটির নিচে হবে যে বাড়ি।
ভবে রবে পরে জমিদারি সাজানো সংসার,
আসবে না কেউ তোমার খোঁজে বন্ধু পরিবার।
এ দেহ পঁচা দেহ,এত গৌরব কিসের ভাই
কেনো এতো হিংসা,এত অহংকার দেখাই?
দুর্নীতি আর ঘুষে ভরে গেছে মোদের দেশ,
চলো মোরা ধরি এখন ভালো মানুষের বেশ।
দুই দিনের দুনিয়াতে খেলছো কতই না খেলা,
পরকালে বসবে যে ভাই হিসাবের এক মেলা।
কবরে শুয়ে আছে কত আত্মীয়-স্বজন?
তাদের জন্য করি মোরা জান্নাতের আবেদন।
মাটির দেহ খাবে এক দিন শুধুই মাটি,
চলো আমরা সবাই আল্লাহর পথে হাটি।