অ,আ,ক,খ দিয়ে পড়া লেখা শুরু,
শিক্ষক হলেন মোদের জ্ঞানের গুরু।
সবাই মিলে মিশে যেতাম পাঠশালায়,
পড়া লেখা শেষ করে,ঘুরতাম মেলায়।
ছাত্র জীবনে পড়া লেখায় দিয়ে ছিলাম মন,
তাই তো আমরা গড়েছি এই সুন্দর জীবন।
একটু সুখের আশায় করেছি ডিগ্রী অর্জন,
কর্ম ক্ষেত্রে এসে দেখি,দক্ষতার বড়ই প্রয়োজন।
ছাত্র ছিলাম যখন,ছিলাম আমরা ভালো
কর্ম জীবনে এসে,দেখি সব এলোমেলো।
হেলায় হেলায় কত সময় করেছি মোরা পার,
এখন অনুতাপে জীবনটা জ্বলছে বার বার।
আজকের ছাত্র ছাত্রীরা হবে জাতির কর্ণধার,
তাদের সাথে করি না কেন ভালো ব্যবহার?
ছাত্র জীবনের দায়িত্ব শুধু পড়া শোনায় নয়,
দেশকে নতুন গড়ার জন্য সবাই ঐক্য হয়।
আত্নসার্থে নিমগ্ন মানুষ যথার্থ মানুষ নয়,
মানুষের কল্যাণে উৎসর্গীয় জীবনই স্বার্থক হয়।
ছাত্র জীবনের শৈশব থেকেই নিয়মে সাজানো হয়,
তাই তো ছাত্ররা অন্যায় দেখে করে না কোন ভয়।
শিক্ষা ছাড়া উপায় নাই,চলো সবাই পড়তে যাই
মোরা নিরক্ষর থাকবো না,পদে পদে ঠকবো না ।