বাংলাদেশ হল সকল দেশের সেরা,
ছয়টি ঋতু নিয়ে দেশটি আছে ঘেরা।
বারো মাস নিয়ে হয় ছয় টি ঋতু,
দুটি মাস ‍নিয়ে হয় একটি ঋতু।

প্রতিটি ঋতু বিভিন্ন রকমের রুপ ছড়ায়,
ছয়টি ঋতুর রুপ দেখে সবার প্রাণ জুড়ায়।
কৃষাণ কাটে সোনার ফসল,গ্রীষ্মের এই মাসে,
বৃষ্টি ভেজা রাখাল ছেলে দৌঁড়ে নীড়ে আসে।

বর্ষায় নদী খাল বিল কানায় কানায় ভরা,
বিলে কলমি লতা আর শাপলা ফুলে ভরা।
শরতে মাঝে মাঝে বয়ে যায় সিগ্ধ বাতাস,
দূর থেকে ভেসে আসে শিউলির সুবাস।

হেমন্তে মনের সুখে কৃষক কাটবে পাকা ধান,
পিঠার জন্য কৃষাণীরা ভানবে নতুন ধান।
শীতের সকালে খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি,
তারই টানে আমরা ছুটি আত্নীয় স্বজনের বাড়ি।

বসন্ত কালে কোকিল গায়ক বার্তা নিয়ে আসে,
গাছে গাছে কোকিলের কুহুতানে চারদিকে হাসে।
বারো মাসে ছয়টি ঋতু নতুন রুপ আসে,
সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশে।