উচিত কথা বলাও যে পাপ,
ছেড়ে যাবে আপন বাপ।
তাই আমি আছি চুপচাপ,
উচিত কথা বললে খারাপ।
মোরা সবই বুঝি সবই জানি,
বলবে না তো চাঁদ মুখখানি।
আল্লাহ সব ফিরিয়ে দিবে,
তোমরা সদা সত্য কথা কবে।
জীবনের কষ্টের কিছু উচিত কথা,
বলতে গিয়ে পায় অনেক ব্যথা।
সবে দৌড় দিয়ে দৌড় শিখুন,
কথায় কথায় উচিত কথা বলুন।
এই জগতে উচিত কথা বলাই ঠিক,
প্রয়োজন নেই দেখার কোন দিক।
সবাই সদা উচিত কথা বলবো,
মোরা প্রভুর দেখানো পথে চলবো।