রোজ সকালে রাখাল গরু নিয়ে যায় মাঠে,
সারা দিন কাটে যে গরুর পালের পিছে।
রাখালিয়া বাজায় বাঁশি নিঝুম দুপুরে,
ঘুরে ফিরে গরু মহিষ চরায় সারা মাঠ জুড়ে।
গোধূলী বেলায় গরু মহিষ নিয়ে ফিরে ঘরে,
ক্লান্তি শেষে ঘুমিয়ে পড়ে মায়ের তরে।
রাখালেরা দুবেলা দুমুঠো ভাত পায় না খেতে,
সারা দিন গরু বাছুর নিয়ে থাকে খুশিতে মেতে।
রাখালদের দু:খ দুর্দশা হয় না কখনো শেষ,
তাদের জীবনে আসে না কোন আরাম আয়েশ।
গরু দিয়ে সারা বেলা করে মাঠ চাষ,
গোয়াল ঘরে রাখাল ছেলে করে বসবাস।
মানব সেবা বড় সেবা আমরা জানি ভাই
তাদের বিপদে আমরা যেন এগিয়ে যাই
আমরা মন প্রাণ ভরে করি তাদের দোয়া,
তারা যেন পায় আদর ভালোবাসার ছুঁয়া ।