আমি জীবিত বলে সবাই আমার আপন,
মরার পরে সবাই হয়ে যাবে মোর পর।
মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ,
আত্মীয়-স্বজন ছেড়ে দিবে আমার পাশ।
দেহনাশ মানবকে গোসল করাও তাড়াতাড়ি
সাড়ে তিন হাত মাটির নিচে জমাবে পাড়ি।
কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি
কেউ বলবে মাটি দিয়ে যাবো কখন বাড়ি?
সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
এক দিন আমরা কেউ থাকব না এই ভবে
নেকির পাল্লা যদি হয় আমাদের ভারি,
সহজে মোরা পুলসিরাত দিবো পাড়ি।
রোজা রাখো,নামাজ পড় আরোও পড় কোরআন,
পরকালে পাবে তোমরা জান্নাতে সুঘ্রান।
পিতা-মাতার করলে মন থেকে সেবা,
মরার পরেও তোমার জন্য করবে যে দুআ।