লাল সবুজের দেশ,নামেই স্বাধীন বাংলাদেশ
মা বোনেরা জীবন দিয়ে হয়ে যাবে কি শেষ?
ধর্ষণে ভরে গেছে আজ মোদের দেশ,
ধর্ষকেরাই সমাজে ধরে আছে সাধুর বেশ।
সমাজে মানুষ রুপি অমানুষের নেই যে অভাব,
দিনে দিনে বাড়ছে ধর্ষণ পাল্টাতেই হবে স্বভাব।
নারীরা হয়ে পরেছে আজ ধর্ষকের হাতের পুতুল,
ধর্ষকেরা বিনাশ করছে হাজারো মায়েল কোল।
ধর্ষকের কারনে অজস্র নারীর জীবন গেল অকালে,
এই সমাজের নর পশুদের বিচার হবে পরকালে।
বাবা আর ছেলে মিলে মিশে করছে কত ধর্ষণ,
এদের উপর একদিন পড়বে খোদার নিপীড়ন।
ধর্ষিত হয় তনুর মতোই হাজার হাজার মেয়ে,
তবু তারা পায় না বিচার আদালতে গিয়ে।
জননীর মুখে আদুরে মেয়ে ভাইয়ের কন্ঠেবোন,
ধর্ষণের চিৎকার শুনে কেঁদেছে কোটি লোকের মন।
জননী জন্ম দিয়ে কি ভুল করেছ কুলাঙ্গার সন্তান,
আশ্রয় নেবে কোথায় নারী বাঁচাতে নিজের সম্মান।
জাগোরে বিশ্বের মানব জাতি জাগোরে নারী সমাজ,
ধর্ষকের কালো হাত ভেঙে দিব চল আজ।