রোজা যায়,রোজা আসে বদলে না তো মানুষ
যেমন ছিল,তেমন থাকে ফিরে না কোন হুঁশ।
ফজর,যোহর,আসর মাগরিব আর এশা,
পাই যেন বার বার আল কুরআনের দিশা।

বেশী কর জিকির আসকার তসবিহ তাহলীল,
দিন শেষে সবাই মিলে করবো ইফতার মাহফিল।
সেহরী,ইফতার তারাবিহ সহ সকল আরাধনা,
কবুল কর গো মালিক সবার দোয়া ও বন্দনা।

রমজানের মাঝে রয়েছে পবিত্র রজনী,
লাইলাতুল কদর নামে আমরা জানি।
কুরআন পড়,নামাজ পড় রাখ ত্রিশ রোজা,
কাঁধ থেকে নেমে যাবে সকল পাপের বুঝা।

দিনের বেলা করবো না মোরা কোন পানাহার,
কিয়ামতের দিন আল্লাহ দিবেন প্রতিদান তার ।
রমজানে আমরা করবো না কোন ঝগড়া বিবাদ,
আল্লাহুর কাছে চাইবো সকল গুণাহ মাফ।

মুসলমানেরা যদি আল্লাহুর কাছে চাই মাফ,
রমজানের উছিলায় সকল গুণা হবে সাফ।
আল্লাহুর কাছে বেশী বেশী করিব দোয়া,
বার বার পায় যেন মাহে রমজানের ছুঁয়া।
রমজানের ঐ রোজা শেষে আসবে খুশির দিন,
মুসলমানের করবে পালন পবিত্র ঈদের দিন ।