কোয়ালিটি মানে হলো গুণগত মান,
নির্ণয়কারীরা পদে পদে হয় অপমান।
ভালো গার্মেন্টস কোয়ালিটি করিলে পাস,
তাদের হবে না কোন প্রকার সর্বনাশ।
সারা দিন মিলেমিশে করে ভালো কাজ,
তারই সুফল পেয়েছে মালিকরা আজ।
অন্যায় অত্যাচার সহ্য করে করছে কাজ,
তারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে আজ।
সামান্য বেতনে তারা করে যায় কাজ,
তারই মাশুল গুণতে হয় বারো মাস।
তারা ধরিয়ে দেয় কত লোকের ভুল,
সেই কারণে গুণতে হয় আনেক মাশুল।
ব্যাকুল মনটা নিয়ে যায় তারা কাজের স্থানে,
দিবা নিশি কাজ করে গুণগত মানে।
ভুলের জন্য ঊর্ধ্বতন ব্যক্তিরা করে বকাবকি,
তবুও তারা করেনি কোন অভিযোগ খানি।
গার্মেন্টস নামের জেলখানায় নির্যাতিত দিন কি রাতে,
কত শ্রমিক নির্যাতি টপ ম্যানেজম্যান্ট স্যারদের হাতে।
সারা দিনের কাজের শেষে আল্লাহুর কাছে করি প্রার্থনা,
তিনি যেন দূর করে দেন আমাদের সকল দু:খ বেদনা ।