আমরা দিবা নিশি করি তোমারী প্রার্থনা,
তুমি পূরণ কর সকল মনের বাসনা।
হে প্রভু তুমিই তো সকলের অর্ন্তযামী,
সবার কাছে হয়ে আছ অনেক দামী।
তুমি দিয়েছ আমাদের অসংখ্য নিয়ামত,
তোমার রহমতের পায় সবাই বরকত।
আমরা তুলি দুই হাত করি মোনাজাত,
তুমিই দিতে পার একমাত্র সুখের জান্নাত।
তোমার নিয়ামতের নেই কোন শেষ,
তোমার ঐ দয়ায় বেঁচে আছি মোরা বেশ।
দিন রাত করি কেবল তোমারই প্রার্থনা,
বিনা বিচারে জান্নাত পাব করি কামনা।
তোমার সকল সৃষ্টির করি আমরা প্রশংসা,
তুমি তো আমাদের একমাত্র আশা ভরসা।
পাপে তাপে,সুখ বিলাসে হয়েছি আত্নহারা,
এই দুনিয়া ছেড়ে একদিন সবাই যাবে মারা।
ক্ষমা করো দয়াময় হে রহিম রহমান,
তুমিই ক্ষমাশীল,তুমিই তো চির মহান।
তোমার আরাধনায় হয়েছি মোরা মশগুল,
ক্ষমা কর হে প্রভু আমাদের সকল ভুল ।