মানুষ বড়ই আজব প্রাণী
শুনতে লাগে অনেক মন্দ
চোখ থাকিতে আমরা অন্ধ
খুঁজে বেড়াই ভালো-মন্দ।

মানুষ গুলোই মীর জাফর হয়,
পশু কিংবা মস্ত পাখি নয়
চরিত্র তে রঙের বাহার
তবুও তাদের মানুষ কয়।

কেউ ভুলে যায় অতীত কর্ম
কেউ ভুলে যায় নিজ ধর্ম
হঠাৎ করে কেউ পেয়ে সব
ভোল পালটিয়ে ঢোল বাজায়।

এই সব দেখে পড়ে মনে
সৎ মানুষ আজ কোথায়
সব কিছুতেই ছলচাতুরি
দিনের আলোয় বাহাদুরি।