পথ শিশু পথ শিশু পথেই তোমাদের ঠাঁই,
অবুঝ শিশুকে একলা রেখে রয়েছ কোথায়?
তারা কেন হবে শৈশবে রাজ পথের হকার?
কেন এই ভবে বঞ্চিত রবে তাদের অধিকার।

বাবা মার আদর ভালোবাসা পায় না তারা কভু,
পথে ঘাটে অবহেলা আর নিষ্ঠুরতায় জীবন কাটে তবু।
পথ শিশুরা কেন পথের ধূলোয় হবে বাবুদের দাস?
তবুও জুটে না অন্ন মুখে থাকে শুধু উপবাস।

মাদকে আসক্ত হয়ে অকালে হারিয়েছে কত জীবন,
পথ শিশুদের জন্য হয় না কারো অন্তরের রক্তক্ষরণ।
পথ শিশুরা নির্যাতিত হয় দিনে কিংবা রাতে,
অকালে জীবন দিয়েছে হাজারো শিশু তাতে।

ক্ষুধার তাড়নায় আহার খুঁজে রাস্তার ঐ ডাস্টবিনে,
অল্প আহার পেয়েই তারা প্রাণ খুলে হাসে।
তারা কোন ভুলে আজ হয়েছে সমাজে পথ শিশু,
জ্ঞানী গুণীরা তাদের নিয়ে ভেবেছে কি কোন কিছু?

তারা কেন পাবে না মমতা,কেউ দিবে না আদর?
তারা কি দিবে না গতরে জড়ায়ে শীতের চাদর?
পথ শিশুদের জড়িয়ে ধরে কখনো করেছে কি আদর?
বিত্তশালীরা বুঝে না কখনো পথ শিশুদের কদর।

ঈদ আনন্দ উৎসবে হয় তো পায় একটি রঙ্গীন জামা,
আর সারাটি বছর কাটে তাদের অবজ্ঞা আর অবহেলা।
তাদের জন্য মোরা করি সুন্দর জীবনের কামনা,
আগামী দিনে তারা যেন হয়ে ওঠে সুন্দর বাবু সোনা।