আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
সেখানে আছে দাদা দাদির আপন পর।
আমাদের গ্রামটি তরুলতা দিয়ে ঘেরা,
সেখানে আছে হাজারো মায়ের ছায়া।
মনে পড়ে যায় গ্রামের কত স্মৃতি হায়,
মধুর জীবন গড়ে ছিলাম গ্রামে তাই।
আমাদের গ্রামে আছে কত জ্ঞানী গুণী,
তারাই তো গড়ে ছিল ছোট্ট গ্রাম খানি।
আমাদের গাঁয়ে আছে উঁচু নিচু পাহাড়,
তারই মাঝে ফলায় আমাদের আহার।
গ্রামটিতে আছে হাজারো কৃষক কৃষাণী,
তারাই ফলায় নানা রকমের ফসল খানি।
গ্রামটিতে আছে বিভিন্ন প্রকারের উপজাতি,
মা বোন কে আদর করে ডাকে মাসি পিসি।
খুব বেশী ভেদাভেদ নেই কারো মনে,
প্রেম প্রীতি ভালোবাসা আছে সব খানে।
অক্ষরহীন লোক কম জ্ঞানী গুণী বেশী,
ভালো কথা শুনে সবাই মনে প্রাণে হয় খুশী।
গ্রামটি নিয়ে আমাদের হাজারো স্বপ্ন ঘেরা,
আজও আমরা ছাড়তে পারি না গ্রামটির মায়া।