অতীতের সব সুখ দু:খকে জানায় বিদায়,
নতুন বছর পেয়ে করি শুকরিয়া আদায়।
আজ মহান নববর্ষের এই শুভক্ষণে,
গান গেয়ে যায় মোরা মনের আনন্দে।

নতুনের ছুঁয়ায় রঙ্গিন হয় সবার মন,
নববর্ষ পালনে আনন্দ করে সারাক্ষণ।
গাছে গাছে গজায় নতুন কুচি পাতা,
বাতাসে দোলে পাতা কয় মনের কথা।

এসেছে আবার বাংলা নববর্ষের হাল খাতা,
বর্ষবরণ উৎসবে মেতে উঠবে সকল জনতা।
গ্রামে মাঠে বসবে আবার বৈশাখীর ঐ মেলা,
ছোট্ট খোকা দোলনায় চড়ে খেলবে মজার খেলা।

বটের নিচে জমবে আবার পানতা খাওয়ার ধুম,
চোখ থেকে হারিয়ে যাবে দিবা নিশির ঘুম।
নতুন বছরে নতুন পিঠা বানানোর পড়ে ধুম,
পিঠা খাবার জন্য সকালে ভাঙ্গে সবার ঘুম।

এই দিনটি সবার কাছে মুক্তির বার্তাবয়ে আনে,
নববর্ষ যেন আজও গেঁথে আসে মানুষের প্রাণে।
চিরতরে হারিয়ে গেল সুখ দু:খের আরেকটি বছর,
সারাটি জীবন যেন পায় মোরা এই সুখের খবর।