দিবা নিশি শ্রমিকরা করছে পরিশ্রম,
তারা কেন পায় না ন্যায্য পারিশ্রম?
বেতন ভাতা পায় না শ্রমিক নিয়মিত,
না খেয়ে থাকবে শ্রমিকরা আর কত ?
এই বেতন ভাতা নিয়ে কেউ নেই সুখে,
শ্রমিকরা পরিবার নিয়ে আছে বড়ই দুখে।
শ্রমিকরা যদি বেতন ভাতা নিয়ে হয় অখুশি,
তার জন্য মালিকরাই হবে একদিন দোষী।
এই কি বিধাতার দুনিয়ার নিয়ম আর নীতি,
কারো হয় লাভ আবার কারো হয় ক্ষতি।
কাজের সময় আমরা করি না কখনো হেলা,
বেতন নিয়ে কেন আমাদের সাথে করে খেলা?
শ্রমিকরা আজ অন্যায় কে করে না কোন ভয়,
অধিকার আদায়ের জন্য জীবন করতে পারে ক্ষয়।
বছর শেষে হয় না শ্রমিকদের কোন ইনক্রিমেন্ট,
কবে হবে মালিকদের মনের ভালো ইমপ্রুভমেন্ট।
শ্রমিকদের সাথে করো না কখনো হিংসা আর নিন্দা,
তোমাদের জীবনে নেমে আসতে পারে একদিন মন্দা।
শ্রমিকরা মালিকদের মন প্রাণ দিয়ে বড়ই ভালোবাসে,
মালিকরা সুখে দুখে যেন শ্রমিকদের থাকে পাশে।
আমরা কেউ কারো কাছে হবো না কোন দোষী,
আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা খুশী।
আমরা মন প্রাণ ভরে করি মালিকদের জন্য দোয়া,
তারা যেন শ্রমিকদের দেয় আদর ভালোবাসার ছুঁয়া ।