ফজর দিয়ে দিন শুরু আর এশার দিয়ে শেষ,
আল্লাহ তালার বিধান দিয়ে দিন চলে যায় বেশ।
নামাজকে কেউ অবহেলা করো না হে মুসলিম ভাই,
পরকালে নামাজই জান্নাতে করে দিবে ঠাঁই।
নামাজের ফজিলত সম্পর্কে আছে সর্ব লোকের জানা,
চলো মোরা পরকালের জন্য গুছাই কিছু ছামানা।
নামাজ মুসলমানদের জন্য আল্লাহ করেছে ফরজ,
আমরা কেন নামাজের প্রতি করি না কোন গরজ?
আজানের ডাকে মুখরিত হয় চারদিকে,নামাজে হও গভীর,
হেলায় হেলায় ছাড়লে নামাজ হয়ে যাবে কাফির।
অযু দিয়ে পবিত্র আর নামাজ দিয়ে মুমিন,
কিয়ামতের মুছিবতে পেয়ে যাব মোরা জামিন।
নামাজ ছাড়া আমাদের নেই কোন গতি ,
সালাত হবে একমাত্র অন্ধকার কবরের বাতি।
নামাজ পড়িলে আমরা পাবো সুখ আর শান্তি,
দুনিয়ার জীবনে থাকবে না দু:খ আর ক্লান্তি।
নামাজ ছাড়া পরকালে মিলবে না কোন সুখ ,
এই জগতে অন্যায় ভাবে কত কিছু কর ভোগ।
নামাজের মাধ্যমে করবো আল্লাহর ইবাদত,
দুনিয়াতে কারো অজান্তে করো না গীবত।
শূণ্য হয়ে পড়ে রবে নামাজ হীন সকল কর্ম,
তেমনি ভাবে বৃথা যাবে বেনামাজীর ধর্ম।
নামাজ হলো মোদের জন্য বেহেশতের চাবি,
সুখের আশায় পরকালে জান্নাত করবো দাবি।
মৃত্যুর পরে হিসাব হবে হাদিসেতে রয়,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে নেই তো মোদের ভয়।