হে জননী,কত কষ্ট করে মোদের ধরেছ উদরে,
আবার প্রেম ভালোবাসা দিয়ে রেখেছ বুকের উপরে।
তুমি আমাদের জন্ম দিয়ে হয়ে আছ মহান,
আদর ভালোবাসা দিয়ে বাঁচিয়েছে মোদের প্রাণ।
কত কিছু বিসর্জন দিয়ে করেছ স্বামীর সংসার,
ঝগড়া ঝাঁটি যতই করেছ সন্ধ্যায় মিলেছ আবার।
ওগো মা-জননী,কেমনে ভুলিব মোরা তোমারে
দশ মাস দশ দিন ছিলাম তোমারী ঐ উদরে।
রাত দিন আমরা কতই না করেছি জ্বালাতন,
তবুও তুমি দিনে শেষে করনি কোন আলাপন।
বাইরে গিয়ে ফিরতে ঘরে দেরি যখন হয়,
মা যে আমার রাত গভীরেও একলা বসে রয়।
তোমাকেই মনে করে বার বার পুড়ে অন্তর,
কতই না ভালোবাস দিয়ে,করেছ কত আদর।
তোমাকেই সাজিয়ে রেখেছি মনের ছোট্ট ঘরে,
তাই তো প্রতিদিন তোমাকেই বেশী বেশী মনে পড়ে।
তোমাকেই দিয়েছি আমরা কতই না দুঃখ কষ্ট,
তবুও তুমি করনি আমাদের জীবন খানি নষ্ট।
জননীর চরণ তলে আছে বেহেশতেরী ছায়া,
তাই তো আমরা জননীকে করি বেশী মায়া।
মাগো আমি পারব না শোধ করতে তোমার ঋণ,
আমায় ক্ষমা করো মাগো রোজ হাশরের দিন।