পাখির কল কাকলিতে ভেঙে যায় ঘুম,
আজব দুনিয়াটা কেন লাগে এত নির্ঝুম?
এ দেশের পাখিরা গান গেয়ে যায়,
রং বেরঙের ফুলের সুবাস ছড়ায়।
ভোরে ছাত্র ছাত্রীরা নিজ পাঠে দেয় মন,
তারাই গড়বে একদিন আদর্শ জীবন।
গ্রাম ও শহরে চলে রং বেরঙের গাড়ি,
তাই দিয়ে আমরা কত জায়গায় জমাই পারি।
প্রতিনিয়ত মানুষ চলছে অফিস-আদালতে,
সারা দিন তারা কাজ কর্মে থাকে মেতে।
মায়ের হাতে খায় কত সুস্বাদে খাবার,
ভোগবিলাসী বউ আমায় ডাকে বার বার।
গ্রামের কৃষকরা দল বেঁধে যায় মাঠে,
সারা দিন তারা ফসলের জন্য খাটে।
রাখাল ছেলেরা গরু ছাগল নিয়ে যায় মাঠে,
সারা দিন তারা গরু ছাগলের পিছে খাঁটে।
শিশির ভেজা ভোরে ফুটে অনেক ফুল,
ফুলের ঘ্রাণে আমাদের মন করে আকুল।
সকালে পড়িবো নামাজ,পড়িবো কুরআন
বিচার শেষে আমরা হবো জান্নাতের মেহমান।