টাকা ছাড়া আমাদের জীবন হয় ফাঁকা,
টাকা ছাড়া জীবনটা লাগে বড়ই একা।
কথায় বলে টাকা হলেন দ্বিতীয় গড,
মানুষের কাছে আজ টাকায় হয়েছে সব।
আমরা বলি হাতের ময়লা নাকি টাকা,
বাবাও দাদুর মুখে শুনি ঢাকায় উড়ে টাকা।
টাকায় আনে সংসারে সুখ আর শান্তি,
টাকার জন্য পরিশ্রম করে হয়ে যায় ক্লান্তি।
টাকা পয়সা জমি জমা নিয়ে হয় হানাহানি,
নিজেদের মধ্যে কেন বিপদ ডেকে আনি?
টাকা ছাড়া আজব দুনিয়া লাগে বড়ই ফাঁকা,
মানুষ কেন চাই পেতে তোমারই দেখা?
টাকার জন্য গ্রাম থেকে ছুটছে মানুষ শহরে,
একটু সুখের আশায় মানুষ ঘুরছে আজ নগরে।
যারা ধনী আছে,তারাই চাই বেশী বেশী টাকা
গরীব মানুষের ভাত জুটে না অর্থের থলে ফাঁকা।
এই দুনিয়ায় টাকা ছাড়া হয় না কোন কাজ,
টাকা ছাড়া মানুষ বড়ই অচল এই ভবে আজ।
আমরা হালাল টাকা করবো আয় রোজগার,
জীবনে আসবে রহমত মোদের বার বার।