মোবাইল আমাদের নিত্য দিনের সাথী,
মোবাইল ছাড়া আমাদের নেই কোন গতি।
মোবাইলের আছে অনেক উপকারী দিক,
সবাই কিনবে মোবাইল নিয়ত করছে ঠিক।
আমরা মোবাইলকে করেছি অতি আপন,
লাভের চেয়ে বেশী ক্ষতি হয়েছে এখন।
মোবাইল কেড়ে নিয়েছে নারীর সকল ভূষণ,
আমরা কেন করি না নারীদের আজও শাসন?
মোবাইল ফোন এখন সবার প্রাণে প্রিয়া,
সংসারে বেড়েছে ঝগড়া আর পরকিয়া।
মোবাইল তুমি নষ্ট করেছ চোখের জ্যোতি,
উপকারের চেয়ে করছো তুমি অনেক ক্ষতি।
মোবাইল করছে বাবার প্যান্টের পকেট খালি,
কথায় কথায় শোনতে হয় শাসন আর গালি।
মোবাইল কেড়ে নিয়েছে মনের শান্তি আর সুখ,
বাবা মার বকাবকিতে করি দু:খ উপভোগ।
মোবাইল দিয়ে চালায় আমরা ইমু,ফেসবুক
তারই মাঝে দেখি কত নির্লজ্জ মানুষের মুখ।
অশ্লীল মুভি দেখে দুষ্ট যুবক হচ্ছে উত্তেজিত,
নারীরা এই সমাজে হচ্ছে দিবানিশি নির্যাতিত।
বৃদ্ধ বয়সে আমরা কেন জোয়ান সাজি?
সুন্দর নারী দেখলে বিয়ে করতে হয় রাজি।
নির্ঘুম রাতে মোরা একলা শোয়ে রই,
মোবাইল আমাদের এক মাত্র সই।