ওয়াজ মাহফিলের করা হয়েছে আয়োজন,
রোজ শুক্রবারে হবে তা বাস্তবায়ন।
কোরআন হাদিসের আলোকে হবে কথা,
আল্লাহর কাছে বলবো আছে যত ব্যথা।
সবাই কে দিলাম ইসলামের দাওয়াত,
আসবেন সবাই,পড়বেন কোরআনের আয়াত।
পবিত্র কোরআন হাদিসের এই জলসায়,
মন প্রাণ দিয়ে শুনব আমরা সবাই।
হে ভাই,এই দুনিয়ায় মানুষের আনাগোনা
চলো পরকালের জন্য গুছাই কিছু ছামানা।
এই দুনিয়ায় নেই কারো আসল বাড়ি,
সবাইকে জমাতে হবে পরকালে পাড়ি।
ইসলাম অনুসারী আমরা মুসলিম জাতি,
নামাজ ছাড়া আমাদের নেই কোনো গতি।
নামাজের মাধ্যমে আল্লাহকে কর স্বরণ,
পরকালে পাবে সবাই সুখের ভুবন।
পবিত্র মাহফিলে তুলেছি,তোমার কাছে হাত
তুমি আমাদের সকল গুনাহ করে দিও মাফ।
কবুল করো,কোরআন-হাদিসের এই মাহফিল,
জান্নাতীদের দলে আমাদের কর সামিল।