বৃক্ষরাজিরা মনের আনন্দে করে খেলা,
তাই দেখে আমাদের হৃদয়ে দেয় দোলা।
পাহাড়-পর্বত সবই প্রভুর নিয়ামতের সৃষ্টি,
প্রকৃতির উপর পড়ে সকল মানুষের দৃষ্টি।
সন্ধ্যার আকাশে শঙ্খচিলের দল উড়ে,
বাগানে প্রজাপতি দল বেঁধে ঘুরে ফিরে।
শিউলি ফুলের সুঘ্রাণে সুভাসিত চারিধার
প্রকৃতির মাঝে খুঁজে পায় শান্তির বাহার।
গগনে শুভ্র চাঁদ নক্ষত্রের সাথে হাসে,
জোসনার আলোয় জোনাকি আনন্দে ভাসে।
গুনগুন করে পাখিরা গেয়ে উঠে মধুর গান,
ঝরনার পানি তার সাথে দেয় কলতান।
নদীর জলে অসংখ্য পাখি যায় দেখা,
প্রকৃতির প্রতি পরতে অপরুপা স্নিগ্ধতা।
আমার এই পাগল মন ছুটে দর্শনে
প্রকৃতি সাজে ভিন্ন ভিন্ন ঋতুর আগমনে।
প্রকৃতির উদার দান মানবের তরে,
সূর্যের মাঝে সবুজ সৌন্দর্য আজও ঝরে।
প্রকৃতির প্রেমের মত ভালবাসো আমায়,
এই বুকে সাজিয়ে রাখবো আমি তোমায়।