কে যাও তুমি আরব দেশে সোনার মদিনায়
আমার সালাম দিও নবীজির পাক রওজায়
মনে চায় দিলে চায় দেখিতে তোমায়
তোমাকে দেখার জন্য বুক বেঁধেছি আশায়।
তোমার দেখানো পথে চলবো সারাবেলা
সেই নবীর দর্শন পাবো আমরা শেষ বেলা
দেহ মন সপিয়ে দিব সকাল সন্ধ্যা বেলা
তোমাকে কভু যাবে না যে এ জনমে ভুলা।
যারে দেখলে স্বপ্নে দোযখ হারাম হয়ে যায়
আল্লাহ বলেন সেই বান্দা রবে বেহেশতে খানায়
পাইলে দেখা দিতাম যাইয়া চুম্বন নবীর পায়
প্রেম ভালোবাসা দিয়ে রেখো তোমার ছায়ায়।
আমরা ছিলাম পথ হারা অন্ধকারের পথিক
নবী-রাসূল নাজাতের পথ দেখিয়াছেন সঠিক
তাই তো সবাই মনে করে রাসুলের অতীত
তুমিতো মোদের একমাত্র আদর্শের প্রতীক।
উম্মতি উম্মতি বলে কাঁন্দে নবীজি সদায়
উম্মত যেন হতে পারি নবীজির খাতায়
কবুল করো হে প্রভু,দোয়া সকলের সদায়।
তোমার দেখা পাওয়ার জন্য করি নামাজ আদায়।