প্রেম প্রীতি ভালোবাসা আছে সবার প্রাণে,
তাই তো সবাই প্রিয় জন খুঁজে আনমনে।
প্রেম-ভালোবাসা হলো এক অদৃশ্য অনুভূতি
প্রেমের মাঝেই লুকিয়ে আছে হাজারো স্মৃতি ।

প্রেম ভালোবাসা মানেই নিরন্তন ছুটে চলা,
তোমাকে ছাড়া আমার জীবন বড়ই একেলা।
প্রেমের টানে আমি হয়েছি আজ আলয় ছাড়া,
অন্য কিছুই ভাবি না এখন তোমাকে ছাড়া।

প্রেমের জন্য দিতে পারি এ জীবন বিসর্জন,
তুমিই তো আমার একমাত্র প্রিয় জন।
তোমার কথা মনে হলে লাগেনা আর ভালো,
কবে হবে জীবন সাথী,ঘর করবে আলো।

প্রেম ভালোবাসার প্রিয় ঋতু হলো বসন্ত,
আমার জীবনে সুখের নেই কোন অন্ত।
তোমায় নিয়ে দেখছি কত স্বপ্ন আর আশা,
গড়বো মোরা দুজন মিলে ছোট্ট সুখের বাসা।