বাংলার এক ঐতিহ্যবাহী প্রাচীন গ্রাম,
লাউচাপড়া যে রাখা হয় তার নাম।
ভারতের হিমালয়ের কুল ঘেঁষে,
অবুঝ শিশুর মতো আছে দাঁড়িয়ে।
কি সুন্দর নীলা ভূমি খোদার সৃষ্টি,
লাউচাপড়া উপর সবার পরে দৃষ্টি।
খুব বেশি ভেদাভেদ নেই কারো মনে,
প্রেম ভালোবাসা আছে সবার প্রাণে।
নাম রাখা হয় প্রাণের লাউচাপড়া,
ভুলতে পারি না আজও তার কথা।
মূর্খ লোক কম জ্ঞানী গুণী বেশি,
ভালো কথা শুনে সবাই হয় খুশি।
গ্রামটি তরু লতা দিয়া আছে ঘেরা,
আজও ছাড়তে পারি না তার মায়া।
লাউচাপড়া কে নিয়ে কত স্বপ্ন ঘেরা,
আজও ভুলতে পারি না তার মায়া।