ভালো কর্মের মাঝে লুকিয়ে আছে শান্তির ধর্ম,
কেন তোমরা বুঝনা জীবনের আসল মর্ম?
অতিরিক্ত কোন কর্মই ভালো না যে ভাই,
তোমরা সবাই মনে মনে ভেবে দেখো তাই।
এই দুনিয়ায় জীবনটা সাজাও মনের মত করে,
পরিবার-পরিজন কে সময় দাও অন্তর ভরে।
কাজ এমন একটি প্রক্রিয়া যা কখনো শেষ হয় না,
বেশি কাজ করলে মোদের দেহে আর সয়না।
কাজের জন্য পরিবারকে দিয়েছো কতই না ব্যথা,
তারা এখন মন থেকে কয় না যে আর কোন কথা।
সবার কাছে জীবনের মূল্য কতই না বেশি?
আদর ভালোবাসা দিয়ে পরিবার কে রাখ খুশি।
আমাদের জীবনটা কাজ কর্মে শুধুই যে ভরপুর,
পিতা মাতাকে সময় দিয়ে জীবনটা কর মধুর।
নির্ধারিত সময়ে কাজ গুছিয়ে উঠতে না পারা,
ভালো কাজের জন্য কেউ তোমাকে দিবে না সাড়া।
কাজকে ভালোবাসুন,তবে জীবনের চেয়ে বেশি না
দুঃখের সময় কেউ আপনাকে ভালবাসবে না।
জীবন আর কর্মের মানে আজও আমি খুঁজে পায়নি,
এক দিন জীবনটা হয়ে যাবে মোদের শুধুই স্মৃতি।