বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,
সাহিত্য জগতে আছে তোমার অনেক সুনাম।
হে কবি,তুমি লিখেছ যে শত শত গান,
তোমার গানে মুগ্ধ হয়ে ফিরে পেয়েছি প্রাণ।

তোমার ঐ বাঁশির সুরে,উদাস করেছে মোরে
তুমি তো আছো আজও সবার মন প্রাণ জুড়ে।
তুমি সাম্যের কবি,তুমি তো আমাদের রবি
আজ সবার কাছে হয়ে গেছ শুধুই উপমার ছবি।

অন্যায়ের বিরুদ্ধে নজরুল সর্বদায় ছিল সোচ্চার,
অত‍্যাচারী অসহায়দের করেছিল কবিতার ভাষায় উদ্ধার।
আনন্দময়ীর আগমনে কবিতা লেখার কারণে হয়েছিল জেল জরিমানা,
তবুও তিনি বলে ছিলেন কবিতা লিখতে নেই কার জন্য মানা।

বিদ্যা আর বুদ্ধিতে তুমি ছিলে যে বিশাল গড়িয়ান,
তাইতো তুমি আজ সবার কাছে হয়ে আছো মহান।
সাহিত্য জগতে আছে তোমার এক অদম্য অবদান,
কেউ দিতে পারবে না তোমার প্রতিভার প্রতিদান।
  
অত‍্যাচারীদের বিরুদ্ধে তুমি করেছিলে যে প্রতিবাদ,
ষড়যন্ত্রকারীরা থামিয়ে রাখতে পারেনি তোমার ঐ হাত।
হে গুণী জন,তুমি কত বার করেছো যে কারাবরণ,
তবুও তো পাল্টাতে পারেনি তোমার লেখার ধরণ।

হে মহাবীর,তুমি তো অন‍্যায়ের বিরুদ্ধে এক মহা প্রলয়,
ভালোবাসা দিয়ে জালিমদের নীড়ে ভরে দিয়েছ আলোয়।
মৃত্যু আমাদের কাছ থেকে তোমাকে নিতে পারেনি কেড়ে,তুমি আজীবন থাকবে সবার হ্নদয় জুড়ে।