কিয়ামতের আলামত হয়েছে যে ভাই শুরু
আমাদের প্রাণ পাখিটা করছে যে দুরু দুরু।
বেশি বেশি উত্তম ও সৎ কাজ দুনিয়াতে করা,
তাহলেই বিচার দিনে মোরা পাবো যে ছাড়া।

জগৎ জুড়ে চলছে শুধু ধ্বংসের লীলা খেলা,
এই ভয়ে করছি প্রার্থনা আমরা সারাবেলা।
সাড়ে তিন হাত মাটির নিচে জমাতে হবে পাড়ি,
সেই খানে থাকবে না কোন আত্মীয় স্বজনের বাড়ি।

শেষ বিচারের দিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে,
তোমরা কিয়ামতের মাঠে দলে দলে আসবে।
সেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না,
যতই থাক না কেন তোমার চেনা আর জানা।

অগোচরে আমরা করে যাচ্ছি গুণাহ আর পাপ,
সুখের জীবন ছেড়ে তোমার কাছে চাই যে মাফ।
সরল-সোজা পথে চলার শক্তি আমরা চাই,
তুমি ছাড়া এই দুনিয়ায় আর কোন মাবুদ নাই।

কিয়ামতের দিন মানুষ হতভম্ব হয়ে যাবে,
বার বার প্রভুর কাছে শুধুই ক্ষমা চাইবে।
সর্বলোকে জানে,একদিন সবকিছুই ধ্বংস হবে,
শুধুই রয়ে যাবে আমাদের একমাত্র মহান রব।